আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চতুর্থ ধাপে নাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ ও ৯ নং ওয়ার্ডে চতুর্থ ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে করোনাভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া কর্মহীন এবং দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ত্রাণ সামগ্রী  নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর নির্দেশে তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। মেয়রকে সহযোগিতা করছে কাউন্সিলর এবং নাসিকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। তাছাড়া সড়কে জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। নগরবাসীর স্বাস্থ্য সেবার জন্য চালু রয়েছে হটলাইন। করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির দাফন করা হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত করোনাভাইরাস নারায়ণগঞ্জে মহামারী রূপ নিয়েছে । স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। বন্ধ রয়েছে সরকারী -বেসরকারী প্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। শেষ খরব পাওয়া পর্যন্ত জেলায় ৬২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে । তার মধ্যে নাসিক এলাকায় রয়েছে ৪২২ জন। মৃত্যুবরণ করেছে ৩৯ জন। নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ