আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম আইনজীবি সমিতির নির্বাচনে সাইমুল সভাপতি, নাজিম সম্পাদক

চট্টগ্রাম আইনজীবি সমিতির

চট্টগ্রাম আইনজীবি সমিতির নির্বাচনে সাইমুল সভাপতি, নাজিম সম্পাদকচট্টগ্রাম আইনজীবি সমিতির

.ইমরান সোহেল,চট্টগ্রাম ব্যূরো:
চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। ১৯টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয় লাভ করেছে জাতীয়তাবাদী আইনজীবীরা। অন্যদিকে সভাপতিসহ বাকি ৭টি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।

আওয়মীপন্থী আইনজীবী পরিষদ থেকে বিজয়ী সভাপতি হলেন- শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাজমুল আহসান খান আলমগীর চৌধুরী রাতে ভোট গণনা শেষে বিজয়ের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল ৯টা থেকে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। রাত ১২টার দিকে ফলাফল ঘোষিত হয়।

এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৬ আইনজীবী। ১৯টি পদে ৩ হাজার ৭শ ১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে চট্টগ্রাম বার নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপিপন্থী আইনজীবীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। রবিবার গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ব্যারিষ্টার এম মাহবুব উদ্দিন খোকনের পক্ষে এ বিবৃতি দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু। ব্যারিস্টার খোকন বলেন, জাতীয়তাবাদী আইনজীবীদের এই বিজয় আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে আরো শক্তিতে রূপ দেবে। এ বিজয় শুধু জাতীয়তাবাদী শক্তির নয়, এ বিজয় ন্যায় এবং সত্যের। জাতীয়তাবাদী আইনজীবী সমাজ সবসময় সত্যের পক্ষে লড়ে আসছে এবং ভবিষ্যতেও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও জাতীর ক্লান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই কেন্দ্রীয় নেতা।