আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ফেনসিডিলসহ আটক ২

কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে এই অভিযান চালায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। আটককৃতরা হলো-মোহাম্মদ নুর আলম (৫০) ও মেহেদি হাসান (১৯)। চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান গণমাধ্যমকে জানান, মহাসড়কের বড় দারোগার হাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ট্রাক জব্দ ও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।