আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘোষণার আগেই ফিফা বর্ষ সেরা খেলোয়াড়ের নাম ফাঁস

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে নাকি করিম বেনজেমা, কে জিতবেন ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড’? এই নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। প্যারিসের কনসার্ট হলে জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম!

গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে বলা হয়, ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের আগে আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার জানিয়েছেন কে জিতছেন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। তার ভাষ্য মতে ৩ বছর পর আবারও এই পুরস্কার উঠছে মেসির হাতে।

২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালে ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনা করেই ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের বিজয়ী নির্বাচিত করে ফিফা। আর এই অ্যাওয়ার্ডের লড়াইয়ে বেনজেমা ও এমবাপ্পের থেকে অনেকটাই এগিয়ে আছে আর্জেন্টাইন সুপারস্টার মেসি।

যার মূল কারণ আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জয়। ৭ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্টে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। জাতীয় দলের পাশাপাশি ক্লাবের জার্সিতেও সফল ছিলেন এই আর্জেন্টাইন তারকা। পিএসজির জার্সিতে লিগ ওয়ান শিরোপা জয়, ফ্রেঞ্চ সুপার কাপ জয়। এ ছাড়া জাতীয় দলের হয়ে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জয়ও অন্যতম। এর আগে ২০১৯ সালে বার্সায় থাকার সময় ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেছিলেন মেসি।

স্পন্সরেড আর্টিকেলঃ