আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘুষ নেয়ার সময় সহকারী শিক্ষা অফিসার আটক

ঘুষ লেনদেনের সময় ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলীকে আটক করেছে দুদক।

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে দুদক তাদের দু’জনকে নগদ ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে। পরে দুদক কর্মকর্তারা আটকদের দিনাজপুরে নিয়ে যান।

দুদকের দিনাজপুর অঞ্চলের উপপরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান ও সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযান চালায়। এ সময় অফিস সহকারী জুলফিকার আলী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে ওই শিক্ষা কর্মকর্তার শহরের হাজীপাড়াস্থ ভাড়া বাসায় অভিযান চালায় দুদক। সেখানে তেমন কিছু না পাওয়ায় ফেরত আসে দুদক।

দুদকের দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদের নগদ অর্থসহ অফিস চলাকালীন সময়ে আটক করা হয়। শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে ঠাকুরগাঁওয়ে কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি টিম অভিযান চালিয়ে শিক্ষা কর্মকর্তাসহ দুইজনকে আটক করে দুদকের দিনাজপুর কার্যালয়ে নিয়ে গেছে।