অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০তে হেরে গেছে ভারত। বিদেশের মাটিতে দারুণ সাফল্যের পর ঘরের মাঠে ধাক্কা খেল বিরাট কোহলির দল। তবে এই সিরিজ থেকে দলকে বিচার করতে চান না কোহলি। তাঁর মতে, এত ছোট সিরিজ থেকে কিছু বিচার করা সম্ভব নয়।
এই সিরিজ সম্পর্কে কোহলি বলেন, ‘সব বিভাগে অস্ট্রেলিয়া আমাদের ছাপিয়ে গেছে। যোগ্য দল হিসেবেই জিতেছে তারা। তবে রাতে অনেক শিশির পড়েছে। তাই ভালো কিছু করা সম্ভব হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমরা সবাইকে কিছু খেলার সময় দিতে চেয়েছি। আমরা দেখতে চেয়েছি, চাপের মুখে কীভাবে খেলে তারা। সামনে আরো একটি সিরিজ আছে। সেখানে আমরা আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করব।’
শেষ ম্যাচে কোহলি ৩৮ বলে ৭২ রানের ইনিংস খেলেন। এমএস ধোনির সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপও করেন, যা তিনি দারুণ উপভোগ করেছিলেন।
এদিকে, হায়দরাবাদে আগামীকাল শনিবার শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। অবশ্য এমনিতেই সংঘাতপূর্ণ সময় পার করছে ভারত। পাকিস্তানের সঙ্গে চলছে অঘোষিত আকাশযুদ্ধ। সংঘাতময় এই পরিস্থিতির মধ্যে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলা প্রতিরোধের ভাবনা থেকেই সম্ভবত অস্ট্রেলিয়া দলকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।