আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে গ্রামীন ফোন অফিসে দুর্ধর্ষ চুরি

গ্রামীন অফিসে চুরি

গ্রামীন অফিসে চুরি

 

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় অবস্থিত গ্রামীন ফোন পরিবেশক (ডিষ্টিবিউটর) অফিসে গতকাল বুধবার ভোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন মালামালসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে মালিক পক্ষ দাবী করেন। এ বিষয়ে বুধবার দুপুরে পরিবেশক বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে গ্রামীন ফোনের পরিবেশক মহসিন উজ জামান উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় সাহেরা ভিলায় তার মালিকানাধীন গ্রামীন ফোনের সোনারগাঁ অঞ্চলের পরিবেশক (ডিষ্টিবিউটর) কার্যালয় রয়েছে। বুধবার ভোরে জানালার গ্রীল কেটে প্রথমে সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট) ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পরে ফাইল ক্যাবিনেটের তালা ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, ৪ লাখ টাকা মূল্যে প্রিপেইড, ১৯টি মোবাইল সেট, ল্যাপটপ সহ ১৩ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।