সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে কোন গ্রাজুয়েট আর বেকার থাকবে না তা নিশ্চিত করার লক্ষে গঠিত ” রূপগঞ্জে গ্রাজুয়েট এসোসিয়েশন” আগামী ৩১ শে আগষ্ট মুড়াপাড়া গাজী অডিটরিয়াম “গ্রাজুয়েট সমাবেশ ও জব ফেয়ার” আয়োজন করছে।
“গ্রাজুয়েট সমাবেশ ও জব ফেয়ার” সফল করতে ২৯ জুন শুক্রবার গাউছিয়া রং ধনু স্কুলে প্রস্তুস্তি সভা করেছে।
প্রস্তুতি সভায় আর জি এ সভাপতি ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসিফের সঞ্চালনায় রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেয় এবং বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সফিক, তানভীর, তারেক (কাঞ্চন), শোয়েব, শুভ (মুড়াপাড়া), অপু, শাহ আলম (ভূলতা), সজল, সাগর (রূপগঞ্জ), আবু হানিফ (গোলাকান্দাইল),জুম্মন মোল্লা (কায়েতপাড়া), রনি, মামুন (তারাব) প্রমুখ।