নিজস্ব প্রতিবেদক
গ্যাসের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা হুশিয়ারী প্রদান করে বলেন, গ্যাসের মূল্য এক টাকাও বৃদ্ধি করা হবেনা। যদি বৃদ্ধি করা হয় তাহলে কঠোর আন্দোলন করা হবে। সেই সাথে জেলার সাধারণ মানুষদের সাথে নিয়ে তিতাস গ্যাস অফিস ঘেরাও সহ প্রেস ক্লাবের সামনে গণঅনশনের আয়োজন করা হবে।
বুধবার (২০ মার্চ) বিকালে শহরের চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে গনসমাবেশের আয়োজন করা হয়। ওই সময় বক্তারা এই সকল হুশিয়ারী প্রদান করেন।
বক্তারা আরও বলেন, প্রয়োজনে গ্যাসের মূল্য কমাতে হবে। কারণ পর্যাপ্ত পরিমাণ গ্যাস জেলার কোন ঘরেই থাকেনা। এবং আমাদের মা-বোনরা গ্যাস না থাকায় সময়মত পরিবারের মানুষের মুখে খাবার তুলে দিতে পারেন না। তাহলে কেনো গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে? বরং গ্যাসের বর্তমান মূল্যের চেয়ে আরও দাম কমাতে হবে। আর যদি তা না হয় তাহলে ফলাফল ভালো হবেনা। সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে না। অযৌক্তিক ভাবে যদি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয় তাহলে তীব্র আন্দোলন করা হবে। সেই সাথে ঢাকায় অবস্থিত তিতাস গ্যাস অফিস ঘেরাও করারও হুশিয়ারী প্রদান করেন সমাবেশে বক্তব্যে প্রদান করা বক্তারা।
সমাবেশে বক্তব্যে প্রদান করেন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সাংগঠনিক সম্পাদক রমজানুল রশিদ, সম্পাদক মন্ডলির সদস্য শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মাহবুবুর রহমান ঈসমাইল প্রমূখ।