আজ মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোলাম দস্তগীর গাজী পুনরায় এমপি নির্বাচিত

টি.আই.আরিফ:
টানা চতুর্থ বারের মতো নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। গতকাল শান্তি পূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয় । এ নির্বাচনে নৌকা প্রতীকে গোলাম দস্তগীর গাজী পেয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৪শ ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়া কেটলী প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। তৃণমুল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার সোনালী পাটের আশ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১ শত ৯০ ভোট। জাতীয় পাটির প্রার্থী সাইফুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১হাজার ৫শত ৬৫ ভোট। ঈগল প্রতীকে গাজী গোলাম মূর্তজা পেয়েছে ৩ শ ৯১ ভোট। আলমিরা প্রতীকে হাবিবুর রহমান পেয়েছে ১শ ৬৫ ভোট। শাহজাহান ভূইয়া, তৈমূর আলম তাদের নিজ ভোট কেন্দ্রে গাজীর কাছে পরাজিত হয়েছে। রূপগঞ্জে এবার ভোট পড়ছে ৫৫.১৪%। গতকাল সকালে রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। এসময় মেয়র হাছিনা গাজী বলেন, ভোটের পরিবেশ ভালো। জনগণ ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছে। নৌকা জিতে গেছে।
প্রসঙ্গত, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সকালে ভোট দিয়েছেন রূপসী নিউ মডেল হাইস্কুলে। এবার রূপগঞ্জ আসনে লড়ছেন ৯ জন প্রাথী। পুনরায় মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গাজী। তার বিরুদ্ধে নেই কোন ভোট কারচুপির অভিযোগ।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, ভূমিদস্যুরা হেরে গেছে। এই জয় রূপগঞ্জবাসীর জয়।