নবকুমার:
রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মজিবর রহমান ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার বিকালে মন্ত্রী এ ভবনের উদ্বোধন করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী । রূপগঞ্জের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় নতুন ভবন এবং কম্পিউটার ল্যাভ স্থাপন করা হয়েছে। রূপগঞ্জের কোন কাজ বাদ থাকবে না।
জানা গেছে গোলাকান্দাইল মজিবর রহমান ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ভবন সংকট ছিলো। নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে তা দূর হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন , উপজেলা শিক্ষা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক ,সামছুন্নাহার মজিব,গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা যু্ব মহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার রিতা,সাধারণ সম্পাদক ফেরদৌসী প্রমুখ।