আজ বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গোলাকান্দাইলে লিফলেট বিতরণ

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার (২৬মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের হাতে হাতে সচেতনতা মূলক লিফলেট ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও গোলাকান্দাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম রফিক, গোলাকান্দাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের ইসরাফিল হোসেনসহ আরো অনেক। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও গোলাকান্দাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম রফিক বলেন, করোনা ভাইরাসে আতংকিত না হয়ে মহামারী এই সংক্রামণ রোগ থেকে দেশ ও নিজ পরিবারকে বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।

এছাড়াও জনগণের স্বাস্থ্যসেবা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কোন গুজবে কান না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। করোনা ভাইরাস যেন দেশব্যাপী ছড়িয়ে না পরে সেজন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রশাসনকে দেয়া হয়েছে নানা ধরণের দিক নির্দেশনা।