আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলাকান্দাইলে ভয়াবহ অগ্নিকান্ড

সংবাদচর্চা রিপোর্ট:  রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ রোডের ভূইয়া স্টোর নামে মদি-মনোহারীর পাইকারী দোকানে অগ্নিকান্ডে দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে । এছাড়া দোকানে সারা দিনের বিক্রি করা আমদানির নগদ এক লাখ টাকাও পুড়ে গেছে বলে দাবী করেন ব্যবসায়ী বাবু ভূইয়া।

তিনি আরও জানান, সোমবার রাত পোনে দশ টায় দোকান বন্ধ করার পরই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শট সার্কেটে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করেন ব্যবসায়ী বাবু ভূইয়া। জানা গেছে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান জানান, বিদ্যুতের শট সার্কেটের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে তিনি ধারনা করেন।

সর্বশেষ সংবাদ