সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া নিম্নআয়ের মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন রূপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম রফিক। সোমবার (৩০মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার ২’শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে তিনি।
এসময় রফিকুল ইসলাম রফিক বলেন, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে জনগণকে সচেতন হতে হবে। সরকার করোনা প্রতিরোধের অংশ হিসেবে সরকারী -বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না । সরকার খাদ্য সামগ্রীর ব্যবস্থা করছে। এ সময় উপস্থিত ছিলেন, শহিদুল্লাহ, বাবুল, কবির, জসিম, মালু নয়ন, এমদাদ মহসিন, রানা রিয়াজ, বাবু, মাহাবুব্ প্রমূখ।