গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরে ১৮২ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৪১৩ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার দুপুর ১২টায় পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।
বাজেটে আয় ধরা হয়েছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৪৫৩ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ১৮২ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৪১৩ টাকা। বাজেটে উদ্বৃত্ত টাকার পরিমান ৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৪০ টাকা। বাজেটে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আভ্যন্তরীন করের আওতা বেড়েছে।
এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নতুন প্লান্ট স্থাপন, আধুনিক বাসস্ট্যান্ড, পৌরপার্ক ও বর্জ্য অপসারনে ডাম্পিং স্টেশন নির্মানসহ ড্রেনেজ ও রাস্তাঘাতের উন্নয়নে এ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর কাউন্সিলর আতিকুর রহমান পিটু, প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ প্রমুখ। এ সময় পৌরকাউন্সিলর, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।