নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা রি-রোলিং মিলস এলাকার দেলোয়ার হোসেন বাড়ীতে অভিযান চালিয়ে তার ছেলে মাদক ব্যবসায়ী রনি হোসেনকে গ্রেফতার করা হয়েছে । এসময় তার বাসা তল্লাশী করে ১৫২ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ। ১০ জুন সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ওসি মীর শাহীন শাহ্ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টা গোদনাইল ধনকুন্ডা এলাকার দেলোয়ার হোসেন বাড়ীতে অভিযান চালিয়ে তার ছেলে মাদক ব্যবসায়ী রনি হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার বাসা তল্লাশী করে ১৫২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত রনিসহ ৩ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।