গোদনাইলে অপহরন মামলায় আটক মো.জন্টুকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মো.জন্টু পাকুন্দিয়া থানার শালংকা এলাকার মো.আব্দুল করিমের ছেলে।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই। তিনি বলেন, মো.জন্টুকে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, ১০ জুলাই সকাল ৯টার সময় রসুলবাগ গোদনাইল আলী আকবর স্কুল এন্ড কলেজের সামনে আসামী জন্টু ও অজ্ঞাতনামা আরো আসামীরা ভিকটিম ছদ্মনাম (নীলাকে) জোরপূর্বক অপহরন করে।