আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোদনাইলের সক্কু গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে আবুল কালাম সক্কু (৩৮) নামে মাদকসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোদনাইল ভুইয়াপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কালাম সক্কু ওই এলাকার মৃত আলকাস ভুইয়ার ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে একটি মারামারি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, আবুল কালাম সক্কু ২০০৮ সালে লাকী নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামী।২০১৭ সালের জানুয়ারিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ফেন্সিডিলসহ গ্রেফতার হয়। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে।

সর্বশেষ সংবাদ