সাবেক রাষ্ট্রপতি জাতীয় পাটির চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের স্মরণে নারায়ণগঞ্জে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বন্দর ঘাট সংলগ্ন ময়মনসিংপট্টি এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশ নেয় এরশাদের স্ত্রী জাপার সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙা, এরশাদের পুত্র সাদ এরশাদ, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, মহানগর জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু ছাড়া জেলা ও মহানগরের শীর্ষ পদধারী কোন নেতাকর্মীকে দেখা যায়নি। পারিবারিক দ্বন্দের কারণে হোক কিংবা অন্য কোন কারণেই হোক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমান বলয়ের জাতীয় পার্টির নেতাকর্মীদের এ আয়োজনে দেখা যায়নি। বিশেষ করে সদ্য জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পদ পাওয়া নাসিম ওসমানের সহধর্মিনীও ছিলেন না এ আয়োজনে। দলে কর্তা ব্যক্তিদের উপস্থিত থাকা স্বত্বেও কোন কারণে পারভীন ওসমান পার্টির চেয়ারম্যান এরশাদের দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সে বিষয়ে এখনও পরিস্কার কিছু জানা যায় নি। তা নিয়ে শহর জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা।