আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইদুঁর নিধনের বড়ি সেবনে গৃহবধূর আত্মহত্যা

গৃহবধূর আত্মহত্যা

 

আড়াইহাজার প্রতিনিধি:
পারিবারিক কলহের জের ধরে আড়াইহাজার উপজেলার শরীফপুর এলাকায় ইদুঁর নিধনের বড়ি সেবন করে মাইজা (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
পরে গোপালদী ফাঁড়ির পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
নিহত গৃহবধূ ওই এলাকার আবু সাঈদের স্ত্রী।
জানা গেছে, ৮ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় মাইজার। পরে তাদের দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। বৃহম্পতিবার রাতে ঘরে থাকা ইদুঁর নিধনের বড়ি সেবন করে মাইজা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরই মধ্যে তাদের সংসারে দুইজন সন্তানের জন্ম নেয়।
গোপালদী ফাঁড়ির ওসি হাসান বলেন, লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন বলা যাবে।