আজ সোমবার, ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বিতারিত

গৃহবধূকে নির্যাতন

গৃহবধূকে নির্যাতন

রূপগঞ্জ  প্রতিনিধি : নারায়ণগঞ্জে রূপগঞ্জে যৌতুকলোভী স্বামী দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে শান্তা মনি (২১) নামে এক গৃহবূধকে নির্যাতন করে বাড়ি থেকে বিতারিত করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূ শান্তা মনি উপজেলার আউখাবো এলাকার মোস্তফা মিয়ার মেয়ে।
গৃহবধূ শান্তা মনি জানান, গত ৩ বছর আগে উপজেলার মাহমুদাবাদ এলাকার আব্দুল আজিজের ছেলে জহিরুল ইসলামের সঙ্গে শান্ত মনির বিয়ে হয়। বিয়ের সময় তার বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ ৬০ হাজার টাকাসহ স্বর্ণলংকার ও আসবাবপত্রসহ ১ লাখ ৮৫ হাজার টাকার মালামাল প্রদান করেন।

বিয়ের বেশ কিছুদিন পর থেকেই স্বামী জহিরুল ইসলাম ঠিক মতো সংসার চালানোর জন্য খরচ দিতো না। গৃহবধূ শান্তা মনি সংসার চালানোর খরচ দিতে বললে স্বামী জহিরুল ইসলাম তাকে মারধর করতো। বেশকয়েক দিন ধরেই স্বামী জহিরুল ইসলাম গৃহবধূ শান্তা মনিকে তার বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করে আসছিল। এর জের ধরেই শুক্রবার সকালে জহিরুল ইসলাম গৃহবধূ শান্তা মনিকে তার বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক এসে দিতে বলে। শান্তা মনি তার বাবার বাড়ি থেকে কোন ধরনের টাকা এনে দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। স্বামী জহিরুল ইসলামকে টাকা এনে দিতে অস্বীকার করায় সে ক্ষিপ্ত হয়ে শান্তা মনিকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করে বাড়ি থেকে বিতারিত করে দেয়। জহিরুল ইসলামের দাবিকৃত টাকা না এনে দিলে সে শান্তা মনিকে বাড়িতে উঠতে দেবে না বলে হুমকি ধামকি প্রদান করেন। পরে স্থানীয়রা শান্তা মনিকে উদ্ধার করে স্থানীয় ফার্মেসী থেকে চিকিৎসা করান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ