আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৃহবধু ডলি’র পক্ষে ভাই অহিদুলের সংবাদ সম্মেলন

গৃহবধু ডলি

গৃহবধু ডলি

নিজস্ব প্রতিবেদক:
বোন ও ভাগিনাকে সম্পদ হতে বঞ্চিত করতে তার শ্বশুর বাড়ির লোকজন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মাসদাইরের আলোচিত চৌধুরী বাড়ির পুত্র বধু শাহিনা আক্তার ডলির ভাই মোঃ অহিদুল ইসলাম।
শনিবার (১৮ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান,২০০৮ সালের ১৫ ফ্রেব্রুয়ারী আমার বোন শাহিনা আক্তার ডলির সাথে মাসদাইর বেকারী মোড় এলাকার আজমল চৌধুরীর মেঝো ছেলে শাহাদাৎউল হক চৌধুরী শরীফের সাথে বিয়ে হয়।
২০০৯ সালের ১১ ফেব্রুয়ারী শফিকুল হক চৌধুরী রাফি জন্মগ্রহন করে।জন্ম থেকে বাক প্রতিবন্ধী রাফির বয়স এখন নয়। ২০১২ সালের ৩০ এপ্রিল শরীফ মারা যায়। শরীফের টাকায় স্থাপিত ৫ম তলা ভবনের ২য় তলা ডলির শ্বশুর আজমল চৌধুরী মৌখিক ভাবে দোতলার ২০৩০ বর্গফুটের ফ্লোরটি ডলি ও রাফীকে দান করে দেন।
৫ম তলা দালান নির্মানে শরীফ ২০ লাখ টাকা প্রদান করেন। এমনকি শরীফ মারা যাবার পর শরীফের ব্যাংকে রাখা ৩০ লাখ টাকা তার মা নমিনী হবার কারনে আত্নসাত করেন।
অহিদ আরো জানান,চলতি বছর ১৪ জুন আমার বোন কেনাকাটা করতে মার্কেটে গেলে ডলির শ্বাশুড়ী ও দুই দেবর তমাল,তাপস আলমারীতে থাকা নগদ ১২ লাখ টাকা,সোনাদানা,সোয়া লাখ টাকা মূল্যের খাট নিয়ে যান। তার বদলে পুরনো একটি খাট রেখে যান।
জেলা মহিলা পরিষদ,ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট জনেরা সামাজিক ভাবে সমাধান করার জন্য আরিফ,তমাল ও তাপসকে প্রস্তাব করা হলেও তারা তা না মানায় বাধ্য হয়ে ডলি নিজের ও সন্তানের অধিকার ফিরে পেতে বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে ৫২৪(৮)১৮)নং দেওয়ানী মামলা দায়ের করেন। এ মামলায় ৮ জনকে বিবাদী করা হয়।
১৯৭৪ সনের ২০ সেপ্টেম্বর ৩৮৫/৩৮৬ দুই দাগে সামসুল হকের কাছ থেকে ১৭ শতাংশ জমি কিনেন আজমল চৌধুরী ও তার দুই ভাই আছাদুল হক,মাহফুজুল হক।
২০০০ সালে আজমল হকের দুই ভাই তাদের সম্পক্তি আজমল হক ও তার স্ত্রী মাকসুদার কাছে হস্তান্তর করেন। সেই সুত্রে সকল জমির মালিক আজমল হক চৌধুরী ও তার স্ত্রী।
২০১৩ সালে ডলির প্রবাসী দুই ভাসুর ও দেবর সম্পক্তি লিখে দান দলিল সম্পাদন করে।অথচ বোন জামাই শরীফের কষ্টার্জিত অর্থে ৫ তলা ভবন নির্মিত হলেও ডলি ও তার বাক প্রতিবন্ধী সন্তানকে সম্পক্তি হতে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে।এ ব্যাপারে সরকারের হন্তক্ষেপ কামনা করেন অহিদুল ইসলাম।
সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন,মানবাধিকার কমিশনের মহানগর সভাপতি কুতুবউদ্দিন আকসীর,মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আঞ্জুমান আরা আকসীর,জেলা মহিলা পরিষদের সভাপতি লক্ষী চক্রবতী,সহ সভাপতি রীনা আহম্মেদ,সাধারন সম্পাদক এড হাসিনা পারভীন,সাংগঠনিক সম্পাদক প্রীতি কনা দাস,লিগ্যাল এইড সম্পাদক শাহানারা বেগম, রাশিদা আক্তার,নাসির উদ্দিন মন্টু,ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমুখ।