আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে গুপ্তধনের সন্ধানে আলোচনার ঝড়

গুপ্তধনের সন্ধানে

সোনারগাঁয়ে গুপ্তধনের সন্ধানে আলোচনার ঝড়
 গুপ্তধনের সন্ধানেসোনারগাঁ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে মিশ্রী পাড়ায় অবস্থিত হাজার বছরের মঠের ভিতরে গুপ্তধন মনে করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়,ওই এলাকায় হাজার বছর পূর্ব থেকে হিন্দু সম্প্রদায়ের রাজত্ব চলতো।ততকালিন তৈরি মঠের ভেতরে প্রতিদিন শীবের পূজা করে আসছিল বর্তমান বসবাসরত ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ।

বাংলাদেশ হিন্দু হ্যারিটেজ ফাউন্ডেশন সোনারগাঁও শাখার আহবায়ক নির্মল কুমার সাহা বলেন,(২৪ জানুয়ারি) বুধবার সকালে হ্যারিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে মিশ্রী পাড়ার মঠের সংস্কার কাজ করতে গিয়ে যখন টাইলস বসাতে ফ্লোরের মাটি খুরতে যায়,তখন কর্মরত মিস্ত্রীর যন্ত্রে শক্ত কিছু স্পর্শ হয়ে ফিরে আসে।মঠের ভেতরে গুপ্তধন পাওয়া গেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শত শত মানুষের ভীর জমে।

প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও পরে অত্র এলাকার ইউপি সদস্য দাইয়ান সরকার গুপ্তধন মনে করে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশের এস আই সাধন বসাককে তার মুঠোফোনে জানায়।

এস আই সাধন বসাকের নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।এলাকার শত শত নারী পুরুষ এবং গন মাধ্যম কর্মীদের উপস্থিতিতে মাটি খুরে বের করা হয় কমপক্ষে ১০০ কেজি ওজনের একটি পাথর খন্ড।
সরে জমিনে জানতে চাইলে এলাকার বয়স্কদের মধ্যে কেউ কেউ বলেন এই পাথর সাধারন পাথর নয়,এর নাম কষ্ঠি পাথর।আবার অনেকের ধারনা এটা একটি সাধারন পাথর,এই পাথরের উপর আগের আমলের হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের পূজা-মুর্তি বসিয়ে পুজা করতো।

এব্যপারে জানতে চাইলে সোনারগাঁও থানা পুলিশের এস আই সাধন বসাক জানান,প্রতœতত্ব অধিদপ্তরে পাঠানোর পর পরীক্ষা করলে জানতে পারবো আসলে এটা কি পাথর,নাকি মুল্যবান রত্ন?