আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

গিয়াসউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দেলপাড়া বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

গিয়াসউদ্দিন ফাউন্ডেশনের

গিয়াসউদ্দিন ফাউন্ডেশনের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে দেলপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে দেলপাড়া উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম আশরাফীর সভাপত্বি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দীপক কুমার নাগ।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কবির, আলহাজ্ব আমির হোসেন, মিসিরআলী কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার দাশ, কুতুবআইল সরকারী প্রথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী শাহ-আলম, আলহাজ্ব নুরুল হুদা, আলহাজ্ব মমিন মাতবর, আলহাজ্ব মোতালেব মিয়া, শামসুল হক, বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মীর মোসাদ্দেক হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান, শিক্ষা ফাউন্ডেশনের আহবায়ক শিশির ঘোষ অমর, বিমল চন্দ্র কর্মকার পল্টু, আবুল হোসেন ও রাজিব আহামেদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন এইচ,এম ফারুক।

উল্লেখ্য, দেলপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৬ টি স্কুলের ৭৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে ১০৫ জন শিক্ষার্থী বৃত্তি পায়। তাদেরকে সার্টিফিকেট, নগদ অর্থ প্রদান করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ