আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গিয়াসউদ্দিন ইসলামিক কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গিয়াসউদ্দিন-ইসলামিক-মডেল

গিয়াসউদ্দিন-ইসলামিক-মডেলসিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোনারগাঁও থানার নয়াপুর বাজারস্থ খেলার মাঠে।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ব্লাড ব্যাংক প্রকল্পের আওতায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তচাপ পরিমান কার্যক্রম। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, কলেজের প্রভাষক উমর ফারুক, আবু তালেব, এইচ,এম,ফারুক, মনির হোসেন, শরীফ হোসেন, আবু তাহের, পৃষ্ঠপোষক কমিটির সদস্য আবুল হোসেন, রাজিব আহামেদ, আমির হোসেন মেম্বার, জেনারেল ইসমাইল হোসেন ভূইয়া, আকবর হোসেন, রিয়াজ হোসেন, সোহেল, ফয়সাল, রানা, সাকিল, নাজমুল ও শুভ প্রমূখ।

এসময় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন বলেন, হঠাৎ কোন মৃত্যুমুখী মানুষকে রক্ত দিয়ে বাচাঁনো সম্ভব হতে পারে। হঠাৎ কোন দূর্ঘটনায় গুরুতর আহত ব্যাক্তির অত্যাধিক রক্তক্ষরনে রক্তের প্রয়োজন হয়। মায়েদের সন্তান জন্মদানকালে অধিক রক্তক্ষরন হলে রক্তের প্রয়োজন হয়।

যে কোন অপারেশনের সময় জরুরী রক্তের প্রয়োজন হয়। তাই আপনাদের যদি রক্তের গ্রুপ জানা থাকে তাহলে আপনি একজন মানুষকে অনায়াসে রক্তদান ও রক্ত গ্রহণ করতে পারবেন।