সংবাদচর্চা রিপোর্ট:
গাড়ি ভাংচুরের ঘটনা অনাকাঙ্খিত বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ । মঙ্গলবার সন্ধ্যায় তিনি সংবাদচর্চাকে এ কথা বলেন। এর আগে কারখানার করোনা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে শ্রমিকদের তান্ডবের মুখে পড়েন জেলা সিভিল সার্জন ও জেলা করোনা ফোকাল পারসন। মালিকপক্ষের লোক ভেবে তাদের গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্দ শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকালে ফতুল্লার কায়েমপুর এলাকায় অবস্থিত ফকির নিটওয়্যার নামে পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান ছিল কয়েকশ’ শ্রমিকের। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা সরে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। এক পর্যায়ে তারা ভাঙচুর শুরু করে । সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়িও বিক্ষোভের মধ্যে পড়ে যায় এবং তাদের গাড়িও ভাঙচুর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।