নিজস্ব প্রতিবেদক:
গার্লস অব নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত প্রি ঈদ মেলার উদ্বোধন করেছেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মীনি পারভিন ওসমান।
শনিবার দুপুরে নগরীর বিবি রোডে গ্রান্ডহলের ৪র্থ তলায় এ মেলার উদ্বোধন করেন।
দুই দিনব্যাপী এ মেলায় নারীদের সকল ধরনের পন্য বিক্রি করা হবে জানিয়েছেন মেলার আয়োজনকারীরা। প্রতিদিন সকাল ১০ টা থেকে ৯টা পর্যন্ত চলবে মেলা। সর্বমোট ৫০টি ষ্টল রয়েছে মেলায়। মহিলাদের পোষাক ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অর্নামেন্টস, মেকআপের সরঞ্জামাদি।
এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, জাতীয় ছাত্রসমাজ জেলার আহ্বায়ক শাহাদাত হোসেন রুপু, মহানগরের আহ্বায়ক শাহআলম সবুজ প্রমুখ। মেলার উদ্বোধন শেষে পারভিন ওসমান মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।