আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজী সাহেবকে এমপি নির্বাচিত করে ঘরে ফিরবো: বরকত চেয়ারম্যান

সংবাদচর্চা রিপোর্ট:
মুড়াপাড়া ইউনিয়নের ৮ ওয়ার্ডের দড়িকান্দি এলাকায় আ,লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় সভা হয়। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বরকত আলী, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো: মুন্না খাঁন, ইউপি সদস্য রেহেনা আক্তার, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হাজী পাভেল, যুবলীগ নেতা কাজল প্রমুখ। এসময় বক্তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন।
অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা । তিনি মুড়াপাড়াবাসীর উদ্দেশে বলেন, গত ১৫ বছরে কারও সাথে কোনদিন বেয়াদবি করি নাই। এমপি,মন্ত্রীদের ছেলের মতো আচরণ আমি দেখাইনি। সবার সেবা করতে এসেছি। সবাই নৌকার সাথে থাকবেন। মুড়াপাড়ায় গোলাম দস্তগীর গাজী সাহেব বহু উন্নয়ন করেছে।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বরকত আলী বলেন, গাজী গোলাম দস্তগীর যখন রূপগঞ্জে এসেছে তখনি আমরা আওয়ামীলীগকে বীরের বেশে জয়যুক্ত করেছি। আমরা সবাই নৌকার কর্র্মী । মুড়াপাড়ার মানুষ গাজী সাহেবেকে ভালোবাসে। আগামী ৭ জানুয়ারি মুড়াপাড়াবাসী গাজী সাহেবকে ভোট দিয়ে পুনরায় সংসদে পাঠাবে। দড়িকান্দি এক সময় বিএনপির ঘাঁটি ছিলো এখন দড়িকান্দি নৌকার ঘাঁটি হয়েছে। গাজী সাহেব ব্যতিত আমরা কিছু চিনি না। সাত তারিখে আমরা নৌকাকে বিপুল ভোটে জয়যুক্ত করবো, কোন বাঁধা আমাদের সামনে আসতে পারবে না। আমরা পূর্বে থেকেই নৌকার সমর্থক। গাজী সাহেবকে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত করে আমরা ঘরে ফিরবো।

সর্বশেষ সংবাদ