আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজী ভাইয়ের হবে জয়: বাদল

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভার প্রশংসা করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল বলেছেন , আমি দেড় ঘন্টা জ্যামে আটকে ছিলাম। বুঝলাম এটাই গাজী ভাইয়ের মিটিং। এটাই রূপগঞ্জের মিটিং। এটাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মিটিং।
তিনি বলেন, সবাইকে জিজ্ঞাস করলাম রূপগঞ্জের মিটিং কোন দিকে। কেউ রূপগঞ্জের মিটিং বলে না। সবাই বলে গাজী ভাইয়ের মিটিং। ঐ গাজী ব্রিজ দিয়ে যান। রূপগঞ্জ গাজী ভাইয়ের এলাকা। গাজী ভাইয়ের হবে জয়।
বুধবার ( ১৭ মার্চ) বিকালে মুড়াপাড়া সরকারী কলেজ মাঠে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আবু হাসনাত শহীদ বাদল এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বাংলার মাটিতে স্থান হবে না। আমরা পিতা হত্যার প্রতিশোধ নেবো। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। বাংলার মানুষ বঙ্গবন্ধুর জন্মদিন মহা আনন্দে উদযাপন করছে। স্বাধীনতা বিরোধী বিএনপি জায়ামাত উড়ে যাবে।
প্রসঙ্গত মুড়াপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা,সহ-সভাপতি ইঞ্জি শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন ,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাইম ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, মান্নান মুন্সি, আবুল হোসেন, হাসান আশকারী, গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুব মহিলালীগ সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার, সাধারণ সম্পাদক মাছুমসহ অনেকে।