আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে গাজী প্যাভিলিয়ন

গাজী প্যাভিলিয়ন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে গাজী প্যাভিলিয়ন

গাজী প্যাভিলিয়ন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা  আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে এসে জমে উঠেছে গাজী প্যাভেলিয়ন। মাস ব্যাপী এ মেলা শুরু থেকেই গাজী প্যাভিলিয়নে ছিলো উপচে পড়া ভিড়।

বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। দেশি ও বিদেশি পণ্যসামগ্রী প্রদর্শন, রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি-বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য ও ভোগ্যপণ্য উত্পাদনকারীরা একদিকে তাদের উত্পাদিত পণ্যের গুণগত মান, ডিজাইন, প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারেন, অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ লাভ করে। এ মেলা প্রতিবছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়।বিক্রেতা ও দর্শনার্থীদের আবেদনে এবারের মেলায় নির্ধারিত সময়ের চেয়ে ৪ দিন সময় বৃদ্ধি করা হয়েছে।

মেলা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় আজ গাজী প্যাভিলিয়নে ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীরা ব্যস্ত সময় পার করেছেন।মেলায় দর্শনার্থীরা তাদের শিশুদের গাজী খেলনা স্টলের সমানে  রেখে অন্য সব পণ্য ক্রয় করছে। গাজী প্যাভিলিয়নের বিক্রেতারা জানান, অন্য দিনের তুলনায় আজ বেচাকেনা হয়েছে দ্বিগুণের বেশি।

এবারের মেলায় গাজী গ্রুপের খেলনার প্রতি শিশুদের আগ্রহ বেশি ।গাজী গ্রুরুপের  গাজী খেলনার মধ্যে রয়েছে গাজী রকিং হরস,চিলড্রেন,সুইমিং,রক্স,বেবি রেল গাড়ি,রকিং হাতি,সাইকেল,হামটি ডামটি,ইনডোর সাইল্ড বিগি এছাড়াও গাজী ফ্যান, গাজী মটরস,গাজী গ্যাসের চুলা। বেশিরভাগ পণ্যে ছাড় ও নানা অফার থাকায় বেচাকেনাও জমে উঠেছে।

শীতের এ সময়ে জমজমাট অফারে গাজী গ্রুরুপের পণ্যের বিক্রির হিড়িক ছিল। তবে , গৃহস্থালিসামগ্রী গাজী গ্যাসের চুলার  প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল বেশি।

মেলায় গাজী প্যাভিলিয়নের কর্মকর্তা ও গাজী গ্রুপের ম্যানেজার রফিক জানান, অন্য সব দিনের চেয়ে দর্শনার্থীদের সাড়া ভালো মিলেছে। আগের চেয়ে ক্রেতা সংখ্যাও বেড়েছে।   এবার অন্য সব বছরের চেয়ে বিক্রি বেশি হচ্ছে । গাজী গ্রুপের পণ্য বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রাখছে। বেকার সমস্যা দূর করতে ভূমিকা পালন করছে। বিশ্বায়নের যুগে গাজী গ্ররুপের পণ্যের গুণগতমান অনেক ভালো রপ্তানীর প্রক্রিয়া চলেছে।

মেলা প্রাঙ্গণজুড়ে আজ দর্শনার্থীদের জটলায় সহজ চলাচল ছিল অনেকটা দুরূহ। তবে এর মধ্যেও শিশুদের বিনোদনে কমতি ছিল না। আন্তর্জাতিক মেলা হলেও মেলার মধ্যে শিশু পার্কে নাগর দোলাসহ বিভিন্ন ধরনের বিশেষ বিনোদনের ব্যবস্থা রয়েছে। অন্যান্য বছরের মতো গাজী খেলনায়  দর্শনার্থীদের ভিড় ছিল বেশি।

 

স্পন্সরেড আর্টিকেলঃ