আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজী পিসিআর ল্যাব রিপোর্টঃ আক্রান্ত ১০৮ জন

সংবাদচর্চা রিপোর্টঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজী পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় করোনায় মোট শনাক্তের সংখ্যা ১০৮ জন । যেখানে রূপগঞ্জে মোট করোনা শনাক্ত হয়েছে ৫২ জন।

গাজী পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮৬ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৭০ জনের যেখানে ৪৬৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। যেখানে গত ২৪ ঘন্টায় ১০৮ জন করোনা শনাক্ত হয়েছে।

সূত্রটি আরো জানায়, নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশের কিছু জেলার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে রূপগঞ্জে ৫২ জন ও ঢাকা ও আশপাশের এলাকার ৫৬ জন শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর অর্থায়নে দেশের প্রথম করোনা ভাইরাস শনাক্তকরণের পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।

গত ২৯ এপ্রিল  রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ মালেক  এমপি ল্যাবটি উদ্বোধন করেন । ল্যাবটির করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা ব্যবস্থাপনায় এতে সহযোগীতা করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ।