জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, মাননীয় পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সুযোগ্য পুত্র পাপ্পা গাজীর অনেকগুলো পরিচয় আছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো তিনি এবার কোভিডকে নিয়ে গবেষণা করে ফেলেছেন। অনেকেরই টাকা আছে। আবার অনেকে করোনার আগে আমাদের মাঝ থেকে চলেও গেছেন। কিন্তু কেউ এগিয়ে আসে নি। যখন সারা বাংলাদেশ তথা আমাদের নারায়ণগঞ্জের অবস্থা এলোমেলো তখন কিন্তু আমাদের এ গাজী পিসিআর ল্যাব বিরাট সাপোর্ট দিয়েছে। এটা অবশ্যই অনেক বড় একটা পাওয়া।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৩শ’ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. গৌতম রায় এর হাতে এ সরঞ্জাম সামগ্রী তুলে দেয়ার সময় তিনি এ কথ বলেন।
ডিসি জসিম উদ্দিন বলেন, ব্যক্তিগত উদ্যোগে নিজেদের টাকায় বিনা পয়সায় সরকারের অনুমতি নিয়ে সরকারের তত্ত¡াবধানে গাজী গ্রুপই প্রথম এগিয়ে এসেছে। এছাড়াও ব্যক্তিগতভাবে আমাকে বহুবার বলছে যে কোনো প্রয়োজনে যত রাতই হোক যোগাযোগ করার জন্য। তারা রাত ১২টা, ১টা-২টার সময়ও আমাদের সাপোর্ট দিয়েছেন।
ডিসি বলেন, আমরা এখন তুলনামুলক ভাবে অন্য যে কোনো জেলার চেয়ে ভালো আছি। এবং আমরা বলতে পারি অন্য জেলার লোকদের আমাদের জেলায় ঢুকতে দেবো না। যে অবস্থানে আমরা বর্তমানে আছি, ওই অবস্থানটা আমাদের ধরে রাখতে হবে। গত আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমাদের মাননীয় পাট ও বস্ত্র মন্ত্রী মহোদয় আমাদের সাথে একাত্ম হয়ে ঘোষণা দিলেন ৩শ’ শয্যা হাসপাতালে ভেন্টিলেটর ও হাই ফ্লু নজল ক্যানুলা দেয়ার। তারই ধারাবাহিকতায় আজ আমরা যা পেলাম, এই পাওয়া আমাদের আরো সমৃদ্ধ করবে। ভবিষ্যতে যদি আরো কিছু লাগে তখন আমরা গোলাম মর্তুজা পাপ্পা গাজীর কাছে চাইবো, তিনিও আমাদের দিবেন সেই প্রত্যাশায় আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে পাপ্পা গাজী, গাজী গ্রুপ ও যমুনা ব্যাংককে ধন্যবাদ জানাই।
সবশেষে জসিম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করবো আপনারা ধৈর্য্য ধরে আমাদের ডাক্তারদের প্রতি শ্রদ্ধা রাখেন। ডাক্তারসহ আমরা সবাই আপনাদের সেবাই নিয়োজিত আছি। হঠাত করে কেউ উত্তেজিত হবেন না। আমরা যেন ভবিষ্যতে কাধে কাধ মিলিয়ে এই নারায়ণগঞ্জকে উন্নত করতে পারি এটাই আমাদের প্রত্যাশা।
দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুন্না খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা গাজী, ৩শ’ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা: গৌতম রায়, ডা: সামসুদ্দোহা সঞ্জয়, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) একান্ত সচিব এমদাদুল হক, রূপগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা।