সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের কাঞ্চনে অবস্থিত গাজী পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা ২৭ হাজার ছাড়িয়েছে । গত ২৪ ঘন্টায় ৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজী পিসিআর ল্যাবে মোট ২৭ হাজার ২শ ১৫ টি করোনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার ( ২০ অক্টোবর ) গাজী পিসিআর ল্যাব থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মোট শনাক্তদের মধ্যে রয়েছে ঢাকা, রূপগঞ্জ , আড়াইহাজার, সোনারগাঁ, বন্দর, সিদ্ধিরগঞ্জ ,ফতুল্লা, কিশোরগঞ্জ ,গাজীপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ। ল্যাবটিতে প্রথমদিকে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে। র্যাব ,পুলিশ , ম্যাজিস্ট্রেট , চিকিৎসক , জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গাজী পিসিআর ল্যাবে সরকার নির্ধারিত স্যাম্পল প্রতি ১০০ টাকা ফি তে করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছে।
ইতোমধ্যে রূপগঞ্জ ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে লকডাউন শেষ হয়েছে। প্রথমে নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার কোনো পিসিআর ল্যাব ছিলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে ল্যাব স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপের প্রেক্ষিতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব অর্থায়নে এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে রূপগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার জন্য গাজী কোভিড-১৯ পিসিআর টেস্ট ল্যাব উদ্বোধন করা হয়েছে। করোনার হটজোন নারায়ণগঞ্জের প্রথম ল্যাব এটি । গাজী পিসিআর ল্যাবের সুফল পাচ্ছে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার মানুষ।