নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগের পর রূপগঞ্জের খাদুন এলাকায় অবস্থিত গাজী টায়ার কারখানায় অগ্নিসংযোগ, লুটপাট ও গাজী পাইপ কারখানায় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়া একইদিনে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের রূপসীর বাসায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। গাজী গ্রুপের একজন কর্মকর্তা গতকাল জানান, কারখানায় অগ্নিসংযোগ ও লুটপাটে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার মেশিন ও জিনিসপত্র লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। ৬ আগস্ট ও কারখানা জ্বলতে দেখা গেছে। বাতাসের ধোয়ায় প্লাস্টিকের গন্ধ ছড়াচ্ছে।