সংবাদচর্চা ডেস্ক:
বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে গাজী কমিউনিকেশনের নেটওয়ার্ক ও নিরাপত্তা প্রযুক্তি সংক্রান্ত বিশেষ চুক্তি স্বাক্ষর হয়েছে।
গতকাল বুধবার ঢাকায় অবস্থিত পুলিশ হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশ এর অ্যাডিশনাল ডি.আই.জি. (আইসিটি), মোঃ রুহুল আমিন (বি.পি.এম, এডিডিএল) এবং গাজী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গাজী কমিউনিকেশনের ম্যানেজিং ডিরেক্টর গাজী গোলাম মর্তুজা।
অ্যাডিশনাল ডি.আই.জি. (আইসিটি), মোঃ রুহুল আমিন চুক্তি স্বাক্ষরের পর বলেন গাজী কমিউনিকেশনস্ এর সাথে অংশীদারিত্ব এবং তাদের নেটওয়ার্ক ও নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ ডিজিটাল সেবাকে আরো সম্প্রসারিত করার পরিকল্পনা করেছে।
গাজী কমিউনিকেশনস্ এর ম্যানেজিং ডিরেক্টর, গাজী গোলাম মর্তুজা বলেন নেটওয়ার্ক ও নিরাপত্তা প্রযুক্তি সংক্রান্ত বিশেষ এই চুক্তি বাংলাদেশ পুলিশকে প্রযুক্তিগত দক্ষতার শীর্ষে এবং ডিজিটাল রূপান্তরে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে।