নবকুমার:
আন-কাট বিটিআর এবং বিডব্লিউআর নামের কাঁচাপাটের রপ্তানি বন্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। গত ২৯ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পাট আইন-২০১৭ এর ধারার ১৩ মোতাবেক এ প্রজ্ঞাপন জারি করা হয় । এর আগে গত ১৮ জানুয়ারি ২০১৮ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন-কাট বিটিআর এবং বিডব্লিউআর নামের কাঁচাপাটের রপ্তানি বন্ধ করা হয় ।
নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক পাট শিল্পের হারানো গৌরব ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । পাট শিল্পের সাথে জড়িত ক্রেতা বিক্রেতা গবেষক কারখানার মালিকদের সাথে বৈঠক করছেন তিনি। গোলাম দস্তগীর গাজীর প্রচেষ্টায় আন-কাট বিটিআর বিডব্লিউআর কাঁচা পাটের রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তিনি ব্যবসায়ীদের সকল বিষয় বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছেন।
এবিষয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, কাঁচা পাট ও পাটজাত পণ্যের উৎপাদন রফতানি বৃদ্ধি, দেশের অভ্যন্তরের পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় পণ্যের মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন শতভাগ বাস্তবায়ন করা হচ্ছে।