নবকুমার
রূপগঞ্জে ‘সিটি অর্থনৈতিক জোনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এ অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সাথে কথা বলেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, আপনার রূপগঞ্জের রূপী বদলে গেছে । রূপগঞ্জ এখন অপরূপ হয়ে যাচ্ছে।
শেখ হাসিনা হাসি মুখে গোলাম দস্তগীর গাজীর সাথে মজা করে বলেন, আপনার সাথে গতকাল রাতে বৈঠক করেছি এ ব্যাপারে কথা আগেই বলেছি এখন আর কি কিছু বলবেন । তখন গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দেশে শিল্পায়ানের বিকল্প নেই। বৃহৎ শিল্পের জন্য প্রয়োজন বিদ্যুত এবং গ্যাসের যা আপনার সরকার ব্যবস্থা করেছে। আপনার নেতৃত্বে দেশে শিল্পায়নের বিপ্লব ঘটেছে । আগামী ২০৪১ সাল নয় ২০৩১ সালের আগেই বাংলাদেশ উন্নত মধ্যম আয়ের দেশে পৌছে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজীর সুন্দর বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানান।
সিটি গ্রুপরে চেয়ারম্যান ফজলুল রহমানের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সামনে রমজান মাস । আপনারা চিনি তেল ছোলার দাম কম রাখবেন যাতে মানুষ ভালো ভাবে রোজা পালন করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন সিটি মিল প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ফজলুর রহমান , অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন , তারাব পৌর সভার মেয়র হাছিনা , রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম , উপজেলা চেয়ারম্যান শাহজাহান , মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাব্বি, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মুন্না খান সহ বেবজার কর্মকর্তাবৃন্দ।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনারগায়ের মেঘনা অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছেন।