আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীনগরে খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

করোনাভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান শাহীন। সোমবার  ( ২৭ এপ্রিল) তারাব পৌরসভার ৫ নং ওয়ার্ডের খাদু ও গাজীনগর এলাকায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর  হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত করোনাভাইরাস পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে রূপগঞ্জ। বন্ধ রয়েছে অধিকাংশ কলকারখানা। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বাড়ছে খাদ্য সংকট। শেষ খরব পাওয়া পর্যন্ত রূপগঞ্জে ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ২ জন।