আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীতে ঐক্যবদ্ধ না.গঞ্জ আ.লীগ

নারায়ণগঞ্জের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের নাম গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কিংবদন্তী। গোলাম দস্তগীর গাজী যেখানেই যান সেখানেই বদলে যায় দৃশ্য পট। দীর্ঘ দিন পর গাজীতে উজ্জীবিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ। ঐক্যবদ্ধ হয়েছে নারায়ণগঞ্জের সকল এমপি। দূর হয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও শামীম ওসমানের দ্বন্দ্ব।

আনোয়ার হোসেন এবং শামীম ওসমান কে এক মঞ্চে নিয়ে এসেছেন গোলাম দস্তগীর গাজী। শুধু তাই নয় দীর্ঘ দিন পর নারায়ণগঞ্জে তিন জন আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবু শামীম ওসমান গোলাম দস্তগীর এক মঞ্চে উঠেছেন।

গতকাল বুধবার (২৭ মার্চ ) নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ৪৯ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মন্ত্রী গতকাল সকালে নারায়ণগঞ্জ শহরে গেলে তাকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ফুল দিয়ে বরণ করে নেন। এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা গাজী.. গাজী শ্লোগানে আনন্দে ফেটে পড়েন।
আলোচনা সভায় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এখন সুসংগঠিত হয়েছে। ঐক্য ছাড়া নারায়ণগঞ্জের উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে নারায়ণগঞ্জের সকল এমপি ঐক্যবদ্ধ রয়েছে। এমপিদের মধ্যে কোন বিরোধ নেই। নারায়ণগঞ্জে যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে তা দ্রুত সমাপ্ত হবে।

তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা যদি বিবাদ করি তাহলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত দূর্বল হয়ে যাবে । তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের নিজেদের মধ্যকার বিবাদ দূর করতে হবে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা যখন আমাকে মন্ত্রী সভায় স্থান দিলো তখন আমি ঐক্য সৃষ্টির জন্য রূপগঞ্জের প্রত্যেকটা নেতাকর্মীর সাথে বৈঠক করেছি। আজ শামীম ওসমান নজরুল ইসলাম বাবু আমার সাথে রয়েছে।

গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস কামরুল হাসান তুহিন, শীলা রানী পাল ।
উল্লেখ্য অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছেন।

এছাড়া গোলাম দস্তগীর গাজী কে নারায়ণগঞ্জ জেলা পুলিশ গার্ড অব অর্নার দিয়েছে। তিনি জেলা পুলিশের সালাম গ্রহন করেছেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ।