সংবাদচর্চা রিপোর্ট:
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল বলেছেন, পৃথিবীকে বাসযোগ্য করার লক্ষ্যে প্রত্যেকের একটি করে গাছ লাগানো উচিৎ। গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। শুধু পরিবেশ রক্ষার্থে নয়, একটি গাছ আমাদের আগামির সঞ্চয় হিসেবে কাজে লাগে। গাছের চারা রোপন ও রক্ষণাবেক্ষন করলে ভবিষ্যতে আমাদের সম্পদে পরিণত হয়। তার জন্য বৃক্ষরোপনে সকলকে এগিয়ে আসতে হবে ও উদ্বুদ্ধ করতে হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবস পালনের অংশ হিসাবে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এদিকে জাতীয় শিক্ষা মন্ত্রনালয়ের কর্মসূচি মোতাবেক দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে একটি ফলদ ও একটি বনজ গাছ রোপন করেন। এসময় স্কুলের শিক্ষার্থীদের ও শিক্ষকদের সাথে নিয়ে বৃক্ষরোপন করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এম সাইফউল্লাহ বাদল। এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল আলম, এমএ সাত্তার, বিশ^াস লুৎফর রহমান, আবুল কালাম, স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবির রতন, স্কুলের শিক্ষক এসএম বদরুল আলম, মোফাজ্জল হোসেন, সংকর লাল ঘোষ, খায়রুল মাহামুদ প্রমুখ।