আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
ইউনিয়নে ইউনিয়নে মা-শিশুর যত্ন প্রকল্পের নামে সীমাহীন অনিয়ম-দূর্নীতি বন্ধ, ঘুষের টাকা ফেরত ও জড়িতদের শাস্তির দাবিতে রোববার শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সকল নেতাকর্মী ও সাধারন মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে নারী মুক্তি কেন্দ্রের নেতাকর্মীরা জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা প্রমুখ।
বক্তারা বলেন, মা ও শিশুর যতœ প্রকল্প একটি সহায়ক প্রকল্প। এই প্রকল্পের নামে ইউনিয়নে ইউনিয়নে ব্যাপক দূর্নীতি,অনিয়ম ও লুটপাট হচ্ছে এতে করে সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ এবং বঞ্চিত হচ্ছে প্রকৃত উপকারভুগীরা। তাই অচিরেই সুষ্ঠু তদন্ত করে এই দূর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির ও প্রকল্প সচল রাখার দাবি জানান তারা।