রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার আড়িয়াবো, গুতিয়াবো, মর্তুজাবাদ ও তারাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, গ্রেপ্তারকৃতরা তাদের নিজ নিজ এলাকায় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। দুপুরে আড়িয়াবো এলাকা থেকে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মামুন মিয়া, গুতিয়াবো এলাকা থেকে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাবু, মর্তুজাবাদ এলাকা থেকে ৩’শ গ্রাম গাঁজাসহ সোহেল মিয়া ও তারাব এলাকা থেকে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রন আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।