আজ রবিবার, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাঁজাসহ সিদ্ধিরগঞ্জের ফাতেমা আটক

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ ও গাঁজা  উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে  অভিযান পরিচালনা করা হয়। এই সময় আটক করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।

আটককৃতরা হল- সিদ্ধিরগঞ্জ মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার কবির হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৩৭), মৃত আবুল খায়েরের ছেলে আলী আক্কাস (৩৪)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি এনামূল হক।

জানা গেছে , মঙ্গলবার রাত পৌনে ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ফাতেমা বেগমকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৬ হাজার টাকা।  অপর এক অভিযানে দুই বোতল বিদেশি মদসহ আলী আক্কাসকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ