আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এক কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

গাঁজাসহ বৃদ্ধ আটক

গাঁজাসহ বৃদ্ধ আটক

 

নিজস্ব প্রতিবেদক:
অভিনবপন্থায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আড়াইহাজারের গোপালদী তদন্তকেন্দ্রের পুলিশ এক কেজি গাঁজাসহ জয়নাল আবেদীন ওরফে দয়াল (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছেন। সে মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকার কফিলউদ্দিনের ছেলে।

শনিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোপালদী তদন্তকেন্দ্রের ওসি হাসান জানান, জয়নাল আবেদীন ওরফে দয়াল নামে ওই বৃদ্ধ তার গায়ে পরিহিত জামার ভিতরে অভিনব কায়দায় গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিল।
স্থানীয় চৈতনকান্দা বাজারের মোস্তফা মার্কেটের সামনে তার দেহ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।