প্রেস বিজ্ঞপ্তি
নাসিক ১৩নং ওয়ার্ডে ০৬ জুন থেকে ১৫ই জুন পর্যন্ত মাসদাইর বাজার থেকে গলাচিপা রেললাইন মসজিদ পর্যন্ত সামাজিক দূরত্ব রক্ষা করে ১৮০০ নিন্মবিত্ত ও নিন্মমধ্য বিত্ত পরিবারের মাাঝে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ পরিবার প্রতি ১০ কেজি চাল ও আলু বিতরণ করা হয়েছে।
প্রত্যেকের ঘরে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেন টিম খোরশেদ এর ত্রাণ টিমের সমন্বয়কারী নাজমুল কবীর নাহিদের নেতৃত্বে শওকত খন্দকার, রানা মুন্সি, মোঃশহীদ, শামীম বাবু, মহিউদ্দিন মুন প্রমুখ। সাথে ছিলেন ট্যাগ অফিসার প্রকৌশলী মোঃ সিরাজী। পর্যায়ক্রমে আবারো আমলাপাড়া, বাগান ও জামতলায় দেয়া হবে ।