সোনারগাঁও প্রতিনিধিঃনারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী গ্রামের নজরুল ইসলাম নামের এক ব্যক্তির একটি গবাদি পশুকে (গরু) ভুল চিকিৎসার দেওয়ার কারনে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়,নজরুল ইসলাম দীর্ঘ দিন ধরে গবাদি পশুর (গরু) ব্যবসা করে আসছিলো।গত কিছুদিন হলো তার পোষাছয়/সাত মাস বয়সী একটি ষাঁড় বাছুর খুরা রোগে আক্রান্ত হয়।নজরুল উপজেলা প্রাণী হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ শাখাওয়াত হোসেনের কাছে গরুটির চিকিৎসার জন্য উপজেলা প্রাণী হাসপাতালে নিয়ে আসে।প্রাথমিক চিকিৎসার পর গত ২৪ জানুয়ারি বুধবার বিকেল ৫ টায় উপজেলা প্রাণীহাসপাতালের ভেটেরিনারি সার্জন শাখাওয়াত হোসেন গরুটির চিকিৎসা করতে গিয়ে একটিইঞ্জেকশন পুষ করে।
জানতে চাইলে গরুর মালিক নজরুল ইসলাম বলেন,আমি প্রথমে ডাক্তার সাহেব কে বলেছিলাম স্যার গরুটিকে ইঞ্জেকশন দিয়েন না,কিন্তু তিনি রাগ করে বলেন ডাক্তার তুমি নাকি আমি? নজরুলের অভিযোগ ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই গরুটি আরো অসুস্থ হয়ে পরে,এক পর্যায়ে গরুটি মাটিতে পরে কাতরাতে কাতরাতে মারা যায়।
এ ব্যপারে ডা. শাখাওয়াত হোসেন বলেন,যে কোন প্রাণীর জীবনমরণ নির্ভর করে মহান আল্লাহ পাকের উপর, আমাদের চিকিৎসায় কোন গরু বা পশু মারা যাক সে টা কখনো আমাদের কাম্য নয়।নজরুল ইসলামের গরুটির খুরা রোগ অতিমাত্রায় বেড়ে গিয়েছিলো,যে কেউ চিকিৎসা করতো গরুটি মারা যেতো।তিনি বিষটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।