আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গন্ধর্বপুরে পাটের বস্তা ব্যবহান না করায় জরিমানা

পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোছলেমা  স্বামী- মোতালেবের দোকানকে পণ্যে পাটজাতের বস্তা ব্যবহার বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ০৪ ধারায় ২,০০০/ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

পরে   রূপসী ডাঃ শওকত সুপার মার্কেটে মেসার্স মোল্লা স্টোরে চালে প্লাস্টিকের বস্তা ব্যবহারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পণ্যে পাটজাতের বস্তা ব্যবহার বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ০৪ ধারায় ৫,০০০/ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।