আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গন্ধবপুরে প্রতিপক্ষের হামলায় নারীর শ্লীলতাহানী

সংবাদচর্চা রিপোর্ট:  রূপগঞ্জ উপজেলার গর্ন্ধবপুর এলাকায়  পূর্ব শত্রুতার জেরে রায়হান নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ রয়েছে। ভাইকে বাঁচাতে বোন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও বেধড়ক পেটায়। একপর্যায়ে তাকে শ্লীলতাহানি ঘটায়। সোমবার সকালে  এ ঘটনা ঘটে ।

থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সাজু, লাকী, পারভীন তাদের লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে নিয়ে বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। গালাগালের কারণ জিজ্ঞেস করতেই প্রতিপক্ষের লোকজন রায়হান মিয়াকে বেধড়ক পেটাতে থাকে। তার ডাক চিৎকারে তার ছোট বোন পাপিয়া আক্তার এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে ও কামড়িয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তার শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।