সংবাদচর্চা রিপোর্ট:
২৫ শে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনীর গণহত্যায় নিহত সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মোমবাতি প্রজ্জলন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টায় ভূলতা স্কুল এন্ড কলেজে শহীদমিনারে প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার বলেন, আমরা চাই সমগ্র দেশবাসী সর্বদা এই গণহত্যা দিবসের শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করুক। সেই সাথে তাদের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানুক। বর্তমানে কিছু অপশক্তি এসব ইতিহাস বিকৃতি করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সোচ্চার শক্তি প্রদর্শনেই মূলত এমন আয়োজন করা হয়েছে। মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ আব্দুল্লাহ , মুঈন, মিরাজ, রাকিব প্রমুখ