আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খোলা আকাশের নিচে মানুষ গড়ার কেন্দ্র

সংবাদচর্চা রিপোর্ট:
নানা সীমাবদ্ধতার কারণে অনেক শিশুই স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে না। যখন তাদের হাতে বই থাকার কথা, তখন পেটের ক্ষুদা মেটাতে তাদের যেতে হয় কাজে। ফলে শিক্ষার মতো মৌলিক চহিদা থেকে বঞ্চিত হয় অনেক শিশু। ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে কারও কারও পরিচয় হয় পথশিশু। এই পথশিশুদের শিক্ষা দিতে এগিয়ে এসেছেন এক তরুণ।

শহরের চাষাড়া রেল স্টেশনে তরুন শুভ’র উদ্যোগে গড়ে তোলা হয়েছে লাল সবুজের পতাকায় শ্রী শুভ চন্দ্র প্রাথমিক বিদ্যালয় নামে সুবিধাবঞ্চিত পথশিশুদের একটি স্কুল। এই প্রতিষ্ঠানের নেই কোনো অফিস। অন্যসব পাঁচটা স্কুলের মতো চেয়ার-টেবিলও নেই। স্টেশনের এক কোনে পাটি বিছিয়ে চলে শুভ’র শিক্ষা দান। শিশুদের শিক্ষার প্রয়োজনীয় বই-খাতা, কলম-পেনসিলের যোগানও দেয় শুভ। পড়াশোনায় উৎসাহ বাড়াতে শিক্ষার্থীদের মাঝে মাঝে চকলেট সহ নাশতা দেয়া হয়।

যদিও শিক্ষক শুভ’র আয়ের তেমন পথ নেই। তবুও নিজ খরচ বাঁচিয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে বদ্ধ পরিকর সে। যেখানে সমাজের উচ্চবিত্ত পরিবারের যুবকদের অনেকেই বিপথগামী সেখানে অপেক্ষাকৃত নি¤œবিত্ত পরিবারের এই তরুন তার কর্মকান্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। চাষাড়া স্টেশন বস্তি এলাকার ছিন্নমুল পরিবারের শিশুদরে সপ্তাহে ছয় দিন বিকেলে খোলা আকাশের নীচে পাঠদান করছেন তিনি। বর্তমানে এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৭০ জন।

শিক্ষক শুভ দৈনিক সংবাদচর্চাকে বলেন, আমি গত ৪ বছর ধরে এই স্কুলটি পরিচালনা করে আসছি। অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে স্কুল এখনো চলছে। আমার এই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে প্রায় অর্ধশত শিক্ষার্থী বিভিন্ন স্কুলে লেখা-পড়া করছে এবং তাদের বর্তমান শিক্ষার অবস্থাও অনেক ভালো। তিনি আরো বলেন, অনেকেই কাছেই স্কুলের বিষয়ে সহযেগিতা চেয়েছি। কিন্তু তেমন কোন সহযোগিতা পাইনি। আমার পরিবার থেকে পকেট খরচ হিসেবে যা খরচ পাই তার সবটুকুই এই স্কুলে খরচ হয়ে যায়।

লাল সবুজের পতাকায় শ্রী শুভ চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোক্তা শুভ জানান, ছিন্নমুল শিশুদের সবার জীবনে আনন্দের ছোঁয়া সমানভাবে লাগে না, কারো কারো ক্ষেত্রে তো একেবারেই না। আমাদের আশপশেই দারিদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে আছে এমন অনেক ছিন্নমূল শিশু-কিশোর। আমি তাদের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোঁটাতে চাই।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার দৈনিক সংবাদচর্চাকে জানান, যার উদ্যোগে এই স্কুলটি পরিচালিত হচ্ছে আমি তাক সাধুবাদ জানাই। আমরা নারয়ণগঞ্জের পথ শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদানের লক্ষে নগরির চাঁনমারীতে একটি স্বপ্ন ডানা স্কুল প্রতিষ্ঠা করেছি এবং এই স্কুলে বিনা মুল্যে পথ শিশুদের শিক্ষা সহ অন্যান্য আনুসাঙ্গিক সুযোগ সুবিদা প্রদান করা হচ্ছে।

তিনি আরো বলেন, যদি কোন ব্যক্তি উদ্যোগে পথ শিশুদের জন্য শিক্ষা মূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে আমরা এই ব্যাপারে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবো।